আমাদের মধ্যে অনেকেরই প্রথম মোবাইল ছিল নোকিয়া ব্র্যান্ডের। কেউ নোকিয়ার সাদাকালো মোবাইল ব্যবহার করতেন, কেউ আবার নোকিয়ার একটু উন্নত মোবাইল কিনেছিলেন। তবে সেই সময়ের সব মোবাইলই ছিল কিপেড। কিনরু সেসব এখন অতীত হয়েছে। বাজারে এখন অনেক ব্র্যান্ডের মোবাইল এসেছে গেছে। তবে নোকিয়া থেকে গেছে আমাদের নস্টালজিয়ায়। আর সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে নতুন মোবাইল বাজারে আনছে নোকিয়া। নোকিয়ার বিভিন্ন নতুন বাজেট ফিচার ফোন লঞ্চ হচ্ছে ভারতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর এবার ইউজারদের নস্টালজিয়া ফিরিয়ে দুটি নতুন একজোড়া মোবাইল লঞ্চ করছে নোকিয়া। মূলত মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখেই এই দুটি মোবাইল বাজারে এনেছে নোকিয়া। কারণ একদিকে যেমন কম দামে এই দুটি মোবাইল কিনতে পারবেন গ্রাহকরা, তেমনই আবার অন্যদিকে ফিচার্সের হিসেবে ক্রেতাদের নিরাশ করবে না নির্মাতা সংস্থা এইচএমডি। Nokia 235 4G এবং Nokia 225 4G নামের একজোড়া মোবাইল বাজারে এসেছে। এলহন এই দুটি মোবাইলের স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
Nokia 235 4G মোবাইলের স্পেসিফিকেশন ও দাম
নোকিয়ার এই নতুন মোবাইলে দেওয়া হয়েছে একটি ২.৮ ইঞ্চির QVGA ডিসপ্লে। এছাড়া 4G কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে এই মোবাইলে। পাশাপাশি, পারফরম্যান্সের জন্য এই মোবাইলে রয়েছে Unisoc T107 প্রসেসর। স্টোরেজের কথা বলতে গেলে নোকিয়ার এই 235 4G মডেলে ৬৪ জিবি এবং এই ৩২ জিবি। তবে স্টোরেজ কম হলেও মাইক্রো এসডি কার্ড দিয়ে স্টোরেজ বাড়ানো যাবে এই মোবাইলে। নোকিয়ার S30+ অপারেটিং সফটওয়্যার দিয়েই এই কিপ্যাড মোবাইল কাজ করবে। এছাড়াও এই মোবাইলে পাওয়া যাবে ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সঙ্গে এলইডি ফ্ল্যাশ। এই মোবাইলের বর্তমান দাম রয়েছে ৩,৭৪৯ টাকা। এই মোবাইলটি বর্তমানে পাওয়া যাচ্ছে নীল, কালো এবং বেগুনি রঙের অপশনে।
Nokia 225 4G মোবাইলের স্পেসিফিকেশন ও দাম
নোকিয়ার এই মোবাইলেও দেওয়া হয়েছে একটি ২.৮ ইঞ্চির QVGA ডিসপ্লে। এছাড়া 4G কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে এই মোবাইলে। পাশাপাশি, পারফরম্যান্সের জন্য এই মোবাইলে রয়েছে Unisoc T107 প্রসেসর। স্টোরেজের কথা বলতে গেলে নোকিয়ার এই 235 4G মডেলে ৬৪ জিবি এবং এই ৩২ জিবি। নোকিয়া 220 4G মোবাইলে ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। তবে নোকিয়া 220 4G-তে কোনও ব্যাক ক্যামেরা নেই। বর্তমান বাজারে নোকিয়ার এই মোবাইলের দাম রয়েছে ৩,২৪৯ টাকা।