আজকাল সকলের হাতেই মোবাইল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব কেনার টাকা দেওয়ার সময় থেকে মোবাইলের কেনাবেচা বেড়ে গেছে বাংলায়। এখন বাজারে অনেক কোম্পানির মোবাইল উপলব্ধ রয়েছে। তবে এখন বাজেট সেগমেন্টে ও মিড-রেঞ্জ মোবাইলের চাহিদা বাজারে তুঙ্গে। তার কারণ হল এইসব মোবাইলে উন্নতমানের ফিচার্সের সঙ্গে মেলে ঝকঝকে ক্যামেরা। একইসঙ্গে এইসব মোবাইলের দাম কম হওয়ার কারণে সকলের নাগালের মধ্যেই আসে এইসব মোবাইল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবর্তমান বাজারে নামিদামি স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে অন্যতম হল ওয়ানপ্লাস। শুরুর দিকে দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করলেও বর্তমানে বাজেট সেগমেন্টের স্মার্টফোন তৈরির দিকেও ঝুঁকেছে চীনের এই মোবাইল নির্মাতা সংস্থা। আর এবার আরেকটি বাজেট সেগমেন্ট মোবাইল বাজারে লঞ্চ করেছে এই কোম্পানি। আর এটি হল তাদের Nord সিরিজের একটি 5G মোবাইল। মোবাইলটি OnePlus Nord CE 4 Lite 5G নামে লঞ্চ হয়েছে ২৪ শে জুন। একনজরে এই মোবাইলের স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
OnePlus Nord CE 4 Lite 5G-এর স্পেসিফিকেশন
ফ্রান্সের একটি সাইট থেকে এই মোবাইলের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। সেই অনুযায়ী, এই মোবাইলে দেওয়া হয়েছে একটি ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি প্লাস রেজোলিউশন ও ২১০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়াও এই মোবাইলে ডুয়াল স্পিকার সেটআপ ও স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ও একটি ১৬ মেগাপিক্সেল সেলফ ক্যামেরা থাকবে। এই মোবাইলে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ৮০ ওয়াট ওয়্যারড ও ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
OnePlus Nord CE 4 Lite 5G-এর দাম
এখনো এই মোবাইলের লঞ্চ স্পেশ্যাল দাম সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে যে এটি ২০,০০০ টাকার কম দামে অর্থাৎ, ১৯,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হবে। এই দামে OnePlus Nord CE 3 Lite 5G মোবাইলটি দেশের বাজারে এসেছিল। তবে ফ্রান্সের বাজারে এই মোবাইলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩২৯ ইউরো দামে বিক্রি হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,৪০০ টাকা।