Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বন্ধ হচ্ছে Paytm Wallet পরিষেবা, জুলাইয়ের এই তারিখের পর আর ব্যবহার করতে পারবেন না

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

কম সময়ে টাকা পাঠানো বা নেওয়া যায় UPI মাধ্যমে। এক্ষেত্রে অনেকেই PhonePe, Google Pay, Amazon Pay সহ নানা মাধ্যম ব্যবহার করে থাকেন। তবে এই বিশেষ পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয়…

কম সময়ে টাকা পাঠানো বা নেওয়া যায় UPI মাধ্যমে। এক্ষেত্রে অনেকেই PhonePe, Google Pay, Amazon Pay সহ নানা মাধ্যম ব্যবহার করে থাকেন। তবে এই বিশেষ পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম হল Paytm। এটি ভারতে তৈরির সর্বপ্রথম UPI পেমেন্ট এপ্লিকেশন হিসেবে আত্মপ্রকাশ করে। দেশের কোটি কোটি মানুষ এই পেটিএম এপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন নানা কাজে। আর এবার এই এপ্লিকেশন ইউজারদের জন্য এসে গেল বড় এক আপডেট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Paytm এপ্লিকেশন থেকে UPI পেমেন্ট ছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেসিলিটি পেতেন গ্রাহকরা। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে এই ধরণের অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হত গ্রাহকদের। সাধারণ ব্যাঙ্কের তুলনায় পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা ছিল সহজ। তাই এই এপ্লিকেশনের গ্রাহকদের সংখ্যাটা বাড়তে শুরু করে দিনের পর দিন। তবে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা বন্ধ হয়ে গেছে মার্চ মাস থেকেই। তবে এতদিন চালু ছিল পেটিএম ওয়ালেট। কিন্তু এবার পেটিএম ওয়ালেট বন্ধের খবর উঠে এল।

বন্ধ হচ্ছে Paytm Wallet পরিষেবা, জুলাইয়ের এই তারিখের পর আর ব্যবহার করতে পারবেন না

কবে থেকে বন্ধ হবে Paytm Wallet?

গত ২৯ ফেব্রুয়ারির পর থেকেই নিষ্ক্রিয় হয়ে যায় পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের যাবতীয় পরিষেবা। তবে এতদিন পেটিএম এপ্লিকেশনের UPI লেনদেন এবং ওয়ালেট পরিষেবা চালু ছিল গ্রাহকদের জন্য। তবে এবার সেই পরিষেবা বন্ধ করতে চলেছে সংস্থা। আগামী ২০ জুলাই, ২০২৪ তারিখ থেকে পেটিএম ওয়ালেট পরিষেবা বন্ধের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। তবে সবার ওয়ালেট নিষ্ক্রিয় হবেনা। কিছু কিছু গ্রাহকের ওয়ালেট বেছে বেছে বন্ধ করছে সংস্থা।

বন্ধ হচ্ছে Paytm Wallet পরিষেবা, জুলাইয়ের এই তারিখের পর আর ব্যবহার করতে পারবেন না

কাদের Paytm Wallet বন্ধ করা হবে?

● যেসব গ্রাহকরা বহুদিন Paytm Wallet ব্যবহার করেননি, তাদের এই পরিষেবা বন্ধ হবে।
● যেসব গ্রাহক নিয়মিত KYC আপডেট করেননি, তাদের পরিষেবা বন্ধ হয়ে যাবে।
● এইসব গ্রাহকদের আগে নোটিস দেওয়া হবে, পরে ওয়ালেট নিষ্ক্রিয় করা হবে।
● এমন গ্রাহক যারা রয়েছেন, তাদের কয়েকদিন সময় দেওয়া হবে ফের লেনদেন চালুর জন্য। এটি না করলে নিষ্ক্রিয় করা হবে তাদের Paytm Wallet।
● Paytm Wallet সক্রিয় রাখতে গ্রাহকদের KYC আপডেট করতে হবে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...