Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একটানা ১২ ঘন্টা চালালেও গরম হবেনা, আধ ঘন্টায় হবে ফুল চার্জ, Realme-র এই মোবাইলের দাম কত?

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা…

স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। তাই আজকাল বাইরে বেরোনোর আগে মানিব্যাগ বা চোখের চশমা ভুলে গেলেও মোবাইল ভোলেন না কেউই। অন্যদিকে পুরানো স্মার্টফোন বদলে নতুন স্মার্টফোন নিতেও এখন দুবার ভাবেন না সাধারণ মানুষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর ভারতীয় মোবাইলের বাজারে বেশ ভালো নাম কুড়িয়েছে রিয়েলমি কোম্পানি। প্রথমে Oppo-র সাব-ব্র্যান্ড হিসেবে বাজারে এলেও এখন স্বনির্ভর একটি ব্র্যান্ড হয়েছে উঠেছে Realme। এখন বাজেট সেগমেন্ট থেকে প্রিমিয়াম, কমবেশি সব রেঞ্জের মোবাইল বানিয়ে থাকে এই নির্মাতা সংস্থা। তবে এবার মিড রেঞ্জে রাজ করতে বাজারে লঞ্চ হচ্ছে এই কোম্পানির একটি মোবাইল। কথা বলছি Realme GT 6T মোবাইলটিকে নিয়ে। এই মোবাইলে দেওয়া হয়েছে অত্যাধুনিক কিছু ফিচার্স। ঠিক কি কি মিলবে এই মোবাইলে? জেনে নিন।

একটানা ১২ ঘন্টা চালালেও গরম হবেনা, আধ ঘন্টায় হবে ফুল চার্জ, Realme-র এই মোবাইলের দাম কত?

Realme GT 6T মোবাইলে সুপারফাস্ট প্রসেসর

রিয়েলমি কোম্পানির এই মোবাইলে দেওয়া হয়েছে ৬ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। আর এই প্রসেসর থাকার জন্য এই মোবাইলটির আনটুট স্কোর ১.৬৫ মিলিয়নের বেশি। অর্থাৎ, সুপারফাস্ট গতিতে কাজ করবে এই মোবাইল। এছাড়াও মোবাইলের ইউজার এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য এতে দেওয়া হচ্ছে এলপিডিডিআর-৫-এক্স র‍্যাম এবং ইউএফএস-৪.৯ স্টোরেজ। ডি কারণে এই মোবাইলে গেমিং থরকর মাল্টিটাস্কিং, সবই করা যাবে অনায়াসে।

Realme GT 6T-র দুর্দান্ত কুলিং সিস্টেম, ব্যাটারি ও চার্জিং

অনেক মোবাইলে উন্নত প্রসেসর থাকা সত্ত্বেও মোবাইলটি গরম হয়র হ্যাং হতে শুরু করে। তবে রিয়েলমি-র এই মোবাইলে সেই সমস্যা হবেনা। কারণ এতে দেওয়া হয়েছে অত্যাধুনিক কুলিং সিস্টেম। এই মোবাইলে মিলবে ১০,০১৫ বর্গ মিলিমিটারের ডুয়েল ভিসি কুলিং সিস্টেম। এছাড়াও ব্যাটারির কথা বললে বলতেই হয় যে এই মোবাইলে ৫,৫০০ এমএএইচ-এর ব্যাটারি সেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা মোবাইলটিকে মাত্র ২৮ মিনিটে ১০০ শতাংশ চার্জ করে দিতে সক্ষম।

একটানা ১২ ঘন্টা চালালেও গরম হবেনা, আধ ঘন্টায় হবে ফুল চার্জ, Realme-র এই মোবাইলের দাম কত?

Realme GT 6T মোবাইলের দাম, লঞ্চ তারিখ

এই মোবাইলের দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কারণ অফিসিয়াল কোনো ডিটেইলস এখনো সামনে আসেনি। তাই এই মোবাইলের লঞ্চ তারিখ সম্পর্কেও আমরা বিশেষ কিছু তথ্য দিতে অপারগ। এই সব তথ্যগুলি লিক সূত্র মারফত পাওয়া গেছে। কয়েকদিন পর হয়তো আর বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...