Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লঞ্চ হচ্ছে Samsung Galaxy A06, একজোড়া সস্তা 5G মোবাইল, ফিচার্স শুনেই প্রি-বুকিং শুরু করছে ক্রেতারা

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Samsung Galaxy A06 : ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও…

Samsung Galaxy A06 : ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। তাই এখন পুরানো স্মার্টফোন বদলে নতুন স্মার্টফোন নেওয়ার প্রবণতা সবার মধ্যেই বাড়ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। এই প্রতিবেদনে Samsung-এর আসন্ন একজোড়া বাজেট সেগমেন্টের মোবাইলকে আলোচনা হবে, যা ক্রেতাদের কাছে ধামাকা করতে চলেছে।

লঞ্চ হচ্ছে Samsung Galaxy A06, একজোড়া সস্তা 5G মোবাইল, ফিচার্স শুনেই প্রি-বুকিং শুরু করছে ক্রেতারা

শীঘ্রই বাজারে আসবে Samsung Galaxy A16 এবং Samsung Galaxy A06

গত বছর অক্টোবর মাসে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A15 মোবাইলটি। তারপর ডিসেম্বর মাসে নির্মাতা সংস্থা বাজারে আনে তাদের Samsung Galaxy A05 মডেলের স্মার্টফোনটি। সাধারণত এই দুই মাসে বাজেট সেগমেন্টের একাধিক মডেল লঞ্চ ককরে Samsung। তাই আশা করে হচ্ছে যে এই বছর অক্টোবরে ভারতের বাজারে লঞ্চ হতে পারে এই দুই মডেলের উত্তরসূরি একজোড়া মোবাইল। অর্থাৎ, ২০২৪-এর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে Samsung Galaxy A16 এবং Samsung Galaxy A06 এই দুটি স্মার্টফোন।

লঞ্চ হচ্ছে Samsung Galaxy A06, একজোড়া সস্তা 5G মোবাইল, ফিচার্স শুনেই প্রি-বুকিং শুরু করছে ক্রেতারা

Samsung Galaxy A16 এবং Samsung Galaxy A06 মোবাইলের স্পেসিফিকেশন

এখনো কোম্পানির তরফে এই দুটি মোবাইল সম্পর্কে কোনো ঘোষণা করা হয়নি। তাই এই একজোড়া মোবাইলের ফিচার্স সম্পর্কে কোনো তথ্য হাতে আসেনি। তবে আগের দুটি মোবাইল থেকে আসন্ন এই মোবাইলগুলির স্পেসিফিকেশন সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে।

Samsung Galaxy A15: এই মোবাইলের 5G এবং 4G ভ্যারিয়েন্টগুলি যথাক্রমে MediaTek Dimensity 6100+ এবং MediaTek Helio G99 প্রসেসর সহ উপলব্ধ। এই মোবাইলের সব মডেলেই একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও এই মোবাইলে ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এম এএইচ ব্যাটারি পাওয়া যায়।

Samsung Galaxy A05: এই মোবাইলে একটি MediaTek Helio G85 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও এই মোবাইলে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যায়। পাওয়ার ব্যাকআপের জন্য, এই মোবাইলেও ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এম এএইচ ব্যাটারি রয়েছে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...