আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। কারণ মোবাইল ছাড়া আজকাল আমরা সবাই অচল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। আর এই দু’টি সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। তবে এই প্রতিবেদনে আলোচনা করা হল Realme-র একটি মোবাইলকে নিয়ে, যেটি এখন চর্চায় রয়েছে ব্যাপকভাবে। আর এই মোবাইলটি হল Realme GT 6। এবার এই মোবাইলের ফিচার্স নিয়ে বেশ কিছু তথ্য এসে গেল, যা শুনেই আকর্ষিত হচ্ছেন ক্রেতারা।
Realme GT 6-এ মিলবে ঝকঝকে ক্যামেরা
এই মোবাইলে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা দেওয়া হয়েছে। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেন সহ Sony LYT-808 সেন্সর দেয় হয়েছে, যার সাইজ ১/১.৪ ইঞ্চি এবং অ্যাপারচার এফ/১.৬৯। মোবাইলটির মেইন ক্যামেরায় 4K ডলবি ভিশন ভিডিয়ো রেকর্ডিং করার সুবিধা মিলবে। এছাড়াও, এই মোবাইলে সেকেন্ডারি ক্যামেরা হিসাবে একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া হবে যার ফোকাল লেংথ হবে ৪৭ মিমি। এছাড়াও এই মোবাইলের ব্যাক প্যানেলে আরেকটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে। আবার ফোনটি রিয়েলমির হাইপারটোন ইমেজ ইঞ্জিন সাপোর্ট করবে। যা AI প্রযুক্তির সাহায্যে পিকচার প্রসেস করবে। এছাড়াও এই মোবাইলে প্রচুর টেক্সচার পোট্রেট, ফাস্ট ক্যাপচার, নাইট মোড, স্টার মোড, স্ট্রিট মোড, এআই স্মার্ট রিমুভাল, এবং এআই নাইট ভিশন-এর মতো অনেক ফটোগ্রাফি মোড মিলবে, যা ফটোগ্রাফারদের আকৃষ্ট করতে পারে।
Realme GT 6-এর অন্যান্য স্পেসিফিকেশন
এই মোবাইলে সুপারফাস্ট পারফরম্যান্সের জন্য Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া হবে। এছাড়াও রিয়েলমি’র এই মোবাইলে মিলবে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জের সাপোর্ট। এছাড়াও এই মোবাইলে এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে, যাতে ৬,০০০ নিটস পিক ব্রাইটনেস মিলবে। এছাড়াও ১০,০১৪ স্কোয়ার মিমি ডুয়াল ভিসি কুলিং সিস্টেম ফোনটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এই মোবাইল আগামী ২০ জুন লঞ্চ হচ্ছে দেশের বাজারে।