স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। তাই আজকাল বাইরে বেরোনোর আগে মানিব্যাগ বা চোখের চশমা ভুলে গেলেও মোবাইল ভোলেন না কেউই। অন্যদিকে পুরানো স্মার্টফোন বদলে নতুন স্মার্টফোন নিতেও এখন দুবার ভাবেন না সাধারণ মানুষ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারতের বাজারে অনেক ব্র্যান্ডের মোবাইল এসেছে, রাজ করেছে আবার তারপর জনপ্রিয়তা হারিয়েছে। আর মোবাইলের দিক থেকে SONY হল ভারতের বাজারে এমনই একটি জনপ্রিয়তা হারানো মোবাইল ব্র্যান্ড। বিদেশে এই কোম্পানির মোবাইল জনপ্রিয় হলেও ভারতে বেশ কয়েকটি কারণে SONY-র মোবাইল সেভাবে পছন্দ লরেন না ক্রেতারা। তার অন্যতম কারণ হল SONY-র ফ্ল্যাগশিপ সেগমেন্ট। দামি মোবাইল লঞ্চ করে এই কোম্পানি। আর ভারতে যেহেতু মিড-রেঞ্জের মোবাইল বেশি বিক্রি হয়, তাই SONY জনপ্রিয়তা হারিয়েছে সময়ের সঙ্গে। তবে এবার ক্রেতাদের আকৃষ্ট করতে একটি দারুন মোবাইল লঞ্চ করতে পারে এই কোম্পানি।
Sony Xperia-র নতুন মডেল আসছে বাজারে
সম্প্রতি, একটি লিক সূত্র মারফত জানা গেছে যে Sony Xperia 1 VI-এর পরবর্তী মডেল নিয়ে কাজ চালাচ্ছে এই কোম্পানি। যদিও সেটি সম্পর্কে কোম্পানির তরফে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। তবর ওপেন প্ল্যাটফর্মে অনেকেই দাবি করছেন যে এবার Sony Xperia 1 VII মডেল লঞ্চ করতে পারে এই সংস্থা। আর এই মডেলটি Sony Xperia 1 VI-এর উত্তরসূরি হবে বলে মনে করা হচ্ছে। যেখানে, Sony Xperia 1 VI মডেলটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং অত্যাধুনিক Exymor T প্রাথমিক ক্যামেরা সেন্সর সহ আসে, তাহলে এর উত্তরসূরির স্পেসিফিকেশন আরো উন্নত কিছু হতে পারে।
Sony Xperia 1 VII-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
লিক সূত্রে যেমনটা জানা যাচ্ছে, তাতে করে Sony Xperia 1 VI মডেলের থেকে Sony Xperia 1 VII-এর ক্যামেরা আরো উন্নত হতে চলেছে। দাবি করা হচ্ছে যে Sony Xperia 1 VII মোবাইলে ৭০-২০০ মিমি ফোকাল রেঞ্জ সহ একটি বড় ১/২.৩ ইঞ্চির টেলিফোটো সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে আল্ট্রাওয়াইড ক্যামেরায় টু-লেয়ার ট্রানজিস্টর পিক্সেল প্রযুক্তি বজায় রেখে ১/২.৩ ইঞ্চির সেন্সরও দেওয়া হতে পারে। তবে, Sony Xperia 1 VII-এর প্রাইমারি ক্যামেরা ১/১.৩ ইঞ্চির সেন্সর সমেত আসবে। তবে এই মোবাইলের লঞ্চ তারিখ বা দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এখনো।