Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মধ্যবিত্তদের জন্য সস্তায় AC তৈরি করছে TATA, কম টাকা খরচ করেই পাবেন হিমশীতল ঠান্ডা বাতাস

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমলেও গুমোট গরমে অস্বস্তি বাড়ছে বিগত কয়েক সপ্তাহ ধরেই। আর্দ্রতাজনিত অস্বস্তি এখন দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনুভূত হচ্ছে। এদিকে বর্ষা নিয়ে আপাতত কোনো সুখবর দিতে পারেনি হাওয়া অফিস।…

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমলেও গুমোট গরমে অস্বস্তি বাড়ছে বিগত কয়েক সপ্তাহ ধরেই। আর্দ্রতাজনিত অস্বস্তি এখন দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনুভূত হচ্ছে। এদিকে বর্ষা নিয়ে আপাতত কোনো সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেই আটকে রয়েছে বর্ষা। যদিও এখন কলকাতা ও গাঙ্গেয় জেলাগুলিতে ঝড়বৃষ্টি হচ্ছে দু’দিন ছাড়া। তবে পশ্চিমের কয়েকটি জেলাতেও কয়েকদিন তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে আসছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গরম থেকে মুক্তি পেতে পাখা, কুলার ও এসি সহ নানা বিকল্প রয়েছে। তবে এখন এসি চলে বেশি। অফিস থেকে শপিং মল, সিনেমা হল, ব্যাঙ্ক এমনকি আজকাল সিংহভাগ বাড়িতেও এসি চালানো হয় গরমে। অনেকেই এই গরমে এসি কেনার পরিকল্পনা করেন। তবে এখন যেভাবে এসির দাম বাড়ছে, তাতে করে ইচ্ছে থাকলেও অনেকেই এসি কেনার কথা ভাবতেই পারেন না। তবে এবার এইসব ক্রেতাদের জবয় রয়েছে সুখবর। এবার TATA কোম্পানির উদ্যোগে সস্তায় এসি পাওয়া যাচ্ছে বাজারে। দামে কম হলেও মানে ভালো এই এসি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই এসির সম্পর্কে।

মধ্যবিত্তদের জন্য সস্তায় AC তৈরি করছে TATA, কম টাকা খরচ করেই পাবেন হিমশীতল ঠান্ডা বাতাস

TATA-র উদ্যোগে সস্তার এসি পাওয়া যাচ্ছে বাজারে

TATA গোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরণের নির্মাতা কোম্পানি রয়েছে। তার মধ্যে অন্যতম হল Voltas। যারা এসি ব্যবহার করেন, তারা হয়তো এই কোম্পানির নাম শুনেই থাকবেন। এমনকি Voltas কোম্পানির এয়ার কন্ডিশনার সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে। কারণ এই কোম্পানির সঙ্গে TATA-র ভরসাযোগ্যতা পাওয়া যায়। আর এবার বাজারে এসে গেল Voltas Vectra 4 ইন 1 কনভার্টিবেল ১.৫ টন ৩-স্টার ইনভার্টার স্প্লিট এসি। এই এসির দাম রয়েছে ৩২,৪৯০ টাকা। তবে বিভিন্ন ব্যাঙ্কের কার্ডে আরো বেশি ছাড় পেয়ে যাবেন।

মধ্যবিত্তদের জন্য সস্তায় AC তৈরি করছে TATA, কম টাকা খরচ করেই পাবেন হিমশীতল ঠান্ডা বাতাস

Voltas ছাড়াও এই এসিগুলি দেখতে পারেন

● Croma 4 ইন 1 কনভার্টিবেল ১ টন ৩-স্টার ইনভার্টার স্প্লিট এসি: কুলিং প্রোডাক্টের বাজারে Croma-র নামডাকও কম নেই। এই কোম্পানির উল্লিখিত মডেলের দাম যেমন কম ঠিক তেমনি এই এসির মডেলটি দেখতেও ভীষণ সুন্দর। বর্তমান বাজারে এই এসির দাম রয়েছে ২৮,৯৯০ টাকা।

● Croma ৪-ইন-১ কনভার্টিবেল ১.৫ টন ৩-স্টার ইনভার্টার স্প্লিট এসি: Croma কোম্পানির এই মডেলের এসিটি আকার এবং আয়তনে আরও বড়। ১ বছরের ওয়ারেন্টি সফ এই এসি আপনি কিনতে পারবেন। জানা গিয়েছে, বর্তমান বাজারে দাম ৪২,০০০ টাকা।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...