সম্প্রতি, রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Jio। এবার ট্যারিফ রেট বৃদ্ধির পথে আগে পা বাড়লো Jio। যেসব ইউজাররা জিও প্রিপেইড বা পোস্টপেইড ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি বড় আপডেট। কারণ, একাধিক রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। হয়তো আপনি যে প্ল্যানটি রিচার্জ করেন, তা কিনতে হলে এবার থেকে বেশি টাকা দিতে হবে। একসঙ্গে ১৯ টি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হল, যার মধ্যে ১৭ টি প্রিপেইড প্ল্যান এবং ২ টি পোস্টপেইড প্ল্যান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযেকোনো সময় আমরা দেখেছি যে ট্যারিফ বৃদ্ধির ক্ষেত্রে সবার আগে পদক্ষেপ নেয় এয়ারটেল। সেই কারণে যেকোনো সময় সবার আগে এয়ারটেল-এর রিচার্জের দাম বেড়ে। তবে এবার Jio আগেভাগে সেই কাজ করে ফেললো। জানা গেছে, ১২.৫০ থেকে ২৫ শতাংশ অবধি বৃদ্ধি পাচ্ছে ট্যারিফ, যা কার্যকর হবে আগামী ৩ জুলাই থেকে। তবে এখনো Jio-র এমন কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলি রিচার্জ করলে আপনি লাভবান হতে পারবেন। একনজরে দেখে নিন জিও-র এই প্ল্যানগুলি সম্পর্কে।
১৫৫ টাকার Jio প্রিপেইড প্ল্যান
আপনি যদি 4G ইউজার হন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য ১৫৫ টাকার রিচার্জ প্ল্যানটি দারুন উপযোগী হতে পারে, কারণ শীঘ্রই এই প্ল্যানের দাম ১৮৯ টাকা হয়ে যাবে। ১৫৫ টাকার প্ল্যানে মোট ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও এসএমএস পাঠানোর সুবিধা পাবেন পাবেন।
২৯৯ টাকার Jio প্রিপেইড প্ল্যান
এই রিচার্জ প্ল্যানে যায়নি আনলিমিটেড 5G ডেটা পেয়ে যাবেন। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং ও ১০০টি এসএমএস সহ ২৮ দিনের বৈধতা পেয়ে যাবেন এই প্ল্যানে। তবে শীঘ্রই রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে ৩৪৯ টাকা করে দেওয়া হবে।
৫৩৩ টাকার Jio প্রিপেইড প্ল্যান
৫৬ দিনের জন্য বৈধ সহ প্রতিদিন ২ জিবি 4G ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, ১০০টি এসএমএস সহ আনলিমিটেড 5G ডেটা পেয়ে যাবেন ৫৩৩ টাকার এই Jio প্রিপেইড প্ল্যানে। তবে শীঘ্রই এই রিচার্জ না করলে এর দাম বেড়ে হয়ে যাবে ৬২৯ টাকা।
৭৪৯ টাকার Jio প্রিপেইড প্ল্যান
৯০ দিনের মেয়াদ সহ এই প্ল্যানে যায়নি পেয়ে যাবেন দৈনিক ২ জিবি 4G ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ১০০টি ফ্রি এসএমএস ও আনলিমিটেড 5G ডেটা। একইসঙ্গে ক্রিকেট অফারের বাবদ অতিরিক্ত ২০ জিবি 4G ডেটা দেওয়া হচ্ছে এই প্ল্যানে।